ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতনামা (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে সরাইল থানা-পুলিশ।

শুক্রবার (৬ মে) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকার তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যানি’।
কেআই//