পরাগ আগরওয়ালের জায়গায় টুইটারের সিইও হচ্ছেন এলন মাস্ক!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৬ পিএম, ৮ মে ২০২২ রবিবার
		
	যেমনটা মনে করা হচ্ছিল, ঠিক তা-ই হচ্ছে। মালিকানা পাওয়ার পর এবার টুইটারের সিইও পদ যাচ্ছে এলন মাস্কের হাতেই। মাস্ক টুইটারের একশো শতাংশ শেয়ারের দখল নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল, কে হতে চলেছেন সিইও। অদূর ভবিষ্যতেই এই জল্পনার অবসান হবে বলে মনে করা হচ্ছে।
জল্পনা ছিল টুইটারের মালিকানা বদলের পরে সিইও পদ থেকে সরতে হতে পারে পরাগকে। তা এবার সত্য হতে চলেছে। টেসলার পাশাপাশি টুইটারের সিইও পদও যাচ্ছে মাস্কের হাতেই। যদিও আপাতত অন্তর্বর্তী সিইও হিসাবে দায়িত্ব সামলাবেন পরাগ। স্থায়ী সিইও বেছে নেওয়া হবে পরে।
তবে এটা একপ্রকার ভবিতব্যই ছিল। কারণ শেয়ার নিয়ে টানাপোড়েনের সময় পরাগ সংস্থার কর্মীদের মাস্কের বিরুদ্ধে একত্রিত করছিলেন।
এমনকী তিনি যাতে সমস্ত শেয়ার করায়ত্ত করতে না পারেন তার জন্য ‘পয়জন পিল’ পদ্ধতি ব্যবহার করে সকলকে মাস্কের হাতে শেয়ার যাওয়া আটকাতে চাইছিলেন। তার পদক্ষেপগুলো নিয়ে খবর ছড়িয়ে পড়ে। ফলে নতুন কর্তার সঙ্গে তার সম্পর্ক সুখকর না হওয়াই স্বাভাবিক ছিল।
মনে করা হচ্ছে, বর্তমানে টুইটার যে কমিউনিটি গাইডলাইন্স মেনে চলে, তাতে অখুশি সংস্থার হবু মালিক। তিনি নিয়মে আরও শিথিলতা আনতে চান। মাস্ক চান, তার টুইটার হোক বাক স্বাধীনতার মুক্তাঞ্চল।
উল্লেখ্য, মাস্ক যখন শেয়ারগুলো নিজের নামে করার চেষ্টা চালাচ্ছিলেন, তখন যারা তার বিরোধিতা করেন সেই তালিকায় ছিলেন পরাগ আগরওয়ালও। ভারতীয় পরাগ সিইও হিসাবে টুইটারের হাল ধরেন প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি দায়িত্ব ছাড়ার পর থেকেই। তবে মাত্র কয়েক মাস আগেই হওয়া সেই হাত বদলের সময় শর্ত ছিল, ১২ মাসের মধ্যে তাকে পদ থেকে সরানো হলে ৪৩ মিলিয়ন ডলার পাবেন টুইটার সিইও পরাগ।
সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/
