ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ২ ১৪৩১

টাঙ্গাইলে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১০ মে ২০২২ মঙ্গলবার

ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কার্যক্রম

ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কার্যক্রম

টাঙ্গাইলে কূপ খননের সময় মাটি চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাঙ্কি জন্য কূপ খনন করতে গিয়ে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার আনন্দ পাল ও লিটন পাল।   

পুলিশ ও এলাকাবাসীরা জানান, আজ সকাল আনুমানিক ১১টার দিকে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাঙ্কির জন্য কূপ খনন করছিলেন ৫ জন কুমার। এ সময় ২ জন কূপের নিচে ছিলেন। আর ৩ জন ছিলেন কূপের উপরে। কাজ করার একপর্যায়ে দুপুর ১২টার দিকে কূপের মাটি ধসে পড়লে চাপা পড়েন আনন্দ পাল ও লিটন পাল। 

এসময়ে উপরের তিনজনকে উদ্ধার করে এলাকাবাসী। আহতরা হচ্ছেন বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার মিলন পাল, নওসুনি পাল ও বিমল পাল। তারা সামান্য আহত হয়েছেন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে কূপের নিচে চাপাপড়া ২ জনের লাশ উদ্ধার করে। 

জানা যায়, নির্মাণাধীন ওই ভবনটির ৩ জন মালিক।

এএইচ/