ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৫ ১৪৩২

কোভিড পজিটিভ বিল গেটস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ১১ মে ২০২২ বুধবার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিল গেটস। নিজেই এক টুইটে এ তথ্য জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। 

মঙ্গলবার (১০ মে) কোভিড পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় এ ধনকুবের। টুইটে তিনি জানিয়েছেন, তার মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন তিনি। 

টুইটে বিল গেটস লেখেন, ‘আমার করোনা পজিটিভ হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।’

আরেক টুইটে তিনি লেখেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি।’

বিল গেটস করোনাভাইরাস মহামারি অবসানে সোচ্চার ভূমিকা রাখছেন। বিশেষ করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনা টিকা ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়াতে মার্কিন এই ধনকুবের বেশ সক্রিয়।

গত বছরের অক্টোবর মাসে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, নিম্ন আয়ের দেশগুলোর জন্য ১২ কোটি মার্কিন ডলার ব্যয় করবে তারা।

উল্লেখ্য, ওয়াশিংটনে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে অনেক এলিট ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, মার্কিন কংগ্রসের কয়েকজন সদস্য-সহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও রয়েছেন। 
এসএ/