ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

তেল মজুদ করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ১১ মে ২০২২ বুধবার

ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মে) রাতে উপজেলার নতুন বান্দুরা বাজারে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল এ আদেশ দেন।

নতুন বান্দুরা বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারে অভিযান চালিয়ে ৫ লিটারের ১৮৪টি বোতল (৯২০ লিটার) সয়াবিন তেল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় দোকানদার রঞ্জিত কুমার সরকার তেল মজুদের উপযুক্ত কারণ, ক্রয় রশিদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। 

অবৈধভাবে তেল সংরক্ষণ করে বাজার অস্থিতিশীল করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় রঞ্জিত কুমার সরকারকে ৭ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া জব্দকৃত তেল ৫ লিটারের দাম ৭৪০ টাকা নির্ধারণ করে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংরক্ষণ করে বাজার অস্থিতিশীল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/