ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বেনাপোল চেকপোস্টে ‘মাতৃদুগ্ধ পান কর্নার’ স্থাপন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১১ মে ২০২২ বুধবার

বেনাপোল চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনালে শিশুদের দুধ পান করানোর জন্য ‘মাতৃদুগ্ধ পান কর্নার' উদ্বোধন করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ। 

বুধবার সকালে বেনাপোল বন্দরের পরিচালক মনিরুজ্জামান এই কর্নারের উদ্বোধন করেন।

বন্দর সূত্রে জানা যায়, যাত্রীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মাতৃদুগ্ধ পান কর্নারের উদ্বোধন করা হয়েছে। যাত্রী সেবার আরও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 

বেনাপোল বন্দরের পরিচালক মনিরুজ্জামান বলেন, খোলামেলা জায়গায় শিশুদের দুধ পান করানো কোন মায়ের পক্ষে সম্ভব নয়। সেই চিন্তা মাথায় নিয়ে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে একটি ‘মাতৃদুগ্ধ পান কর্নার' স্থাপন করা হলো। পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আরও কার্যক্রম পর্যায়ক্রমে করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন বন্দরের উপপরিচালক আব্দুল জলিল, মামুন কবির তরফদারসহ আরও অনেকে।

এএইচ/