ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

ক্যাম্প থেকে চিনি ও তেলসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মজুতের জন্য নিয়ে আসা সয়াবিন তেল, চিনি জব্দ করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ১ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

আটক ব্যক্তি হলেন, টেকনাফের পশ্চিম লেদা মৌলভী পাড়ার বাসিন্দা নুরুল কবির।

এসপি মো. তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মজুত করার জন্য গাড়িতে করে আনা হচ্ছিল সয়াবিন তেল ও চিনি। তল্লাশি চৌকিতে গাড়িটি আটকানো হয়। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়।

আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালের ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ১৬ এপিবিএনের এই কর্মকর্তা।

এসি