ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

প্যারিসে নির্মিত হতে যাচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার

ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকে

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৮:১৩ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ফ্রান্সে তুলুজের পর রাজধানী প্যারিসে নির্মিত হতে যাচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার। ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ দিনের একটি স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। 

২০২৩ সালে ২১শে ফেব্রুয়ারিতে স্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে সর্বসাধারণ। প্যারিসের বিখ্যাত সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নির্মিত হবে এই স্মৃতিস্তম্ভ, এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে এই আয়োজনে উদ্যোক্তরা। 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ, মূল উদ্যোক্তা স্বরুপ সদিউল, অর্থ সমন্বয়ক টিএম রেজা। সংবাদ সম্মেলন থেকে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহযোগীতার আহ্বান জানানো হয়েছে।

এ সময় কাজী এনায়েত উল্লাহ বলেন, দীর্ঘ দিন ধরে প্যারিসে স্থায়ী শহিদ মিনার নির্মাণের পরিকল্পনা চলছিল তারই বাস্তবায়ন হতে যাচ্ছে এবার। প্রশাসনিক কার্যকলাপ ও নকশা অনুমোদনের কাজও শেষ শুধু অপেক্ষা নির্মাণের। 

এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশীদের জন্য গৌরবের, বহিঃবিশ্বে বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। 

দির্ঘদিন ধরে প্রবাসী অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধা জানালেও আগামী ২০২৩ সালে স্থায়ী শহিদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহীদদের প্রতি।

এসি