ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

দেশের উন্নয়ন চিত্র দেখাবে ‘বদলে যাওয়া বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৪ মে ২০২২ শনিবার | আপডেট: ১১:৪১ এএম, ১৪ মে ২০২২ শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরাই একুশে টেলিভিশনের ‘বদলে যাওয়া বাংলাদেশ’ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। 

আশ্রয়ন প্রকল্প নিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে তুলে ধরা হবে অন্যান্য উন্নয়ন প্রকল্পচিত্র। আশ্রয়হীন মানুষ ও তাদের জীবন মান এবং স্বাবলম্বী হবার ধারাবাহিক সংগ্রামের কথা থাকবে এই তথ্যচিত্রে।

সমতলে, পাহাড়ে, উপকুলে কিংবা লোকালয়ে ‘বদলে যাওয়া’ বাংলাদেশে’র অংশীদার প্রতিটি নাগরিক পাবে উন্নত জীবন। তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে মূল ধারায় সম্পৃক্ত করে গড়ে উঠবে বঙ্গবন্ধুর বৈষম্যহীন- অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলাদেশ। 

একুশে টেলিভিশন টিম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে সেই সব জনপদে। একটু একটু করে তুলে আনবে উন্নয়ন অগ্রযাত্রায় সুবিধাভোগীদের বদলে যাওয়ার গল্প।

এটি প্রকল্প কেন্দ্রিক তথ্যচিত্র হলেও ভিন্নতা থাকবে প্রতিটি পর্বে। থাকবে মানুষের জীবনযাপন ও সংস্কৃতির বৈচিত্র। যার মাধ্যমে ফুটে উঠবে অনুন্নত বাংলাদেশ থেকে উন্নত বাংলাদেশে রূপান্তরের চিত্র। 

কখনো আবেগ প্রবণ, কখনো হাস্যোজ্জ্বল মানবেতর জীবন থেকে একটি সুন্দর সুস্থ উন্নত জীবনের দিকে এগিয়ে যাবার আনন্দ বেদনার গল্প।

অনুষ্ঠানটির প্রতিটি পর্বে উঠে আসবে দেশের প্রত্যন্ত অঞ্চলের ছিন্নমূল অসহায় মানুষের বৈচিত্রময় জীবনচিত্র আর লোকজ ঐতিহ্য, সংস্কৃতির সম্ভাবনা। থাকবে জনজীবনের পূর্বাপর ; মানুষের বদলে যাবার গল্প।

তথ্যচিত্রটি নির্মাণ করেছেন একুশে টেলিভিশনের পরিচালক ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য রবিউল হাসান অভী। গ্রন্থনা ও উপস্থাপনায় আকবর হোসেন সুমন ও দিপু সিকদার। 

২০ মে ২০২২ থেকে ‘বদলে যাওয়া বাংলাদেশ’ প্রতি শুক্র ও শনিবার রাত ৮ টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে।

এমএম/