ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৪ মে ২০২২ শনিবার

বন্ধুদের সাথে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নড়াইলের বড়দিয়া ফেরিঘাট এলাকায় আলিফ মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। 

শনিবার (১৪ মে) বেলা ১১টা পর্যন্ত আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। 

আলিফ বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং চোরখালী গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে। 

বন্ধুদের সূত্রে জানা যায়, আলিফসহ তার পাঁচ বন্ধু মিলে শুক্রবার বেলা ১১টার দিকে নবগঙ্গা নদীর বড়দিয়া ফেরিঘাটে গোসল করতে যায়। এক পর্যায়ে আলিফ পন্টুন থেকে নদীতে ঝাপ দেয়ার পর আর উঠতে পারেনি।

পরিবারসহ স্থানীয় লোকজন তল্লাশি করেও তার সন্ধান পায়নি। পরে খুলনা থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, শনিবার বেলা ১১টা পর্যন্ত আলিফের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। 

এএইচ/