ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

দেশে প্রথম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন নভেম্বরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

আগামী নভেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন। এছাড়া পোশাকখাতের উন্নয়নে ১২ থেকে ১৮ নভেম্বর ঢাকায় সপ্তাহব্যাপী চলবে মেইড ইন বাংলাদেশ উইক। শনিবার (১৪ মে) রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। 

ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন আইএএফ, বিজিএমইএ ও বিকেএমইএ এর যৌথ উদ্যোগে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ফ্যাশন সম্মেলন।

এ উপলক্ষে সংবাদ সম্মেলনে অর্থনীতিসহ সামগ্রিক বিবেচনায় পোশাক খাতের গুরুত্ব তুলে ধরেন বিজিএমইএ সভাপতি।

শিল্পের উন্নয়নে আসন্ন বাজেটে বিদ্যমান সহায়তা আরো ৫ বছর অব্যাহত রাখারও তাগিদ দেন তিনি।

পরে মেড ইন বাংলাদেশ ও ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনের লগো উন্মেচন করা হয়।

আরকে//