ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

যমুনায় বালু তোলার সরঞ্জাম জব্দ, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০ এএম, ১৫ মে ২০২২ রবিবার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে বালু উত্তোলনে ব্যবহৃত দেড় কোটি টাকার ড্রেজার, বাল্কগ্রেড জব্দসহ ১ জনকে আটক করা হয়।

শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন।

আটককৃত মোজাম্মেল হোসেন (৫৫)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সে নারায়ণগঞ্জের  আড়াইহাজার থানার জুনুক সাথী গ্রামের কেরামত আলীর ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পেরে শনিবার সন্ধ্যায় যমুনার খাস কাউলিয়ায় ড্রেজার দিয়ে বালু তোলার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন অভিযান চালান। তখন উত্তোলনে ব্যবহৃত দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দসহ মোজাম্মেল হোসেনকে আটক করা হয়। 

পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রোববার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন জানান, অবৈধভাবে বালু তুলে বিক্রির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে। এছাড়া উত্তোলিত বালুও জব্দ করা হবে।

এদিকে, চৌহালীতে প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলন দমাতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

এএইচ/