খামারে আগুন লেগে ৯ গরুর মৃত্যু ও ২টি ঘর পুড়ে ছাই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৫ পিএম, ১৬ মে ২০২২ সোমবার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাহ্রা ইউনিয়নের চকবাহ্রা এলাকায় আগুন পুড়ে ৯টি গরু মৃত্যু ও দুটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে দিকে ওই এলাকার জুয়েলের গরুর খামারে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জুয়েলের দাবি আগুনে ৯টি গরু ও গোয়াল ঘরসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে হঠাৎ খামারে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে খামারসহ পাশ্ববর্তী আরো একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় খামারের ভেতরে থাকা ১১টি গরুর মধ্যে ঘটনাস্থলে ৯টি গরু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত মো. জুয়েল বলেন, কোরবানী ঈদে বিক্রি করার জন্য ১১টি গরু কিনেছিলাম। হঠাৎ আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ জানায়নি।
কেআই//