ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

নলডাঙ্গায় গাছের ডাল ভেঙ্গে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার

নাটোরের নলডাঙ্গায় ক্যারাম বোর্ড খেলার সময় গাছের ডাল ভেঙ্গে পড়ে মাথায় আঘাত লেগে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. স্বাধীন (১৩)। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এদুর্ঘটনা ঘটে। 

নিহত স্বাধীন উপজলার মহিষডাঙ্গা উজানপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে স্থানীয় মহিষডাঙ্গা-গৌরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।  

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল থেকে মহিষডাঙ্গা বাজারের বান্যিতলায় একটি বটগাছের নিচে বন্ধুদের সঙ্গে ক্যারাম বোর্ড খেলছিল স্বাধীন। এসময় আকস্মিকভাবে ওই বটগাছের একটি ডাল তার মাথায় ভেঙ্গে আছড়ে পড়ে। 

এসময় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভেঙ্গে পড়া ওই ডালটি ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুকিপুর্ণ ছিল বলে জানায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। 
কেআই//