ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

কানের উদ্বোধনী অনুষ্ঠানে জেলেনস্কির ভাষণ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৮ মে ২০২২ বুধবার

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি যুদ্ধ ও স্বৈরশাসকদের তুলে ধরার বিষয়ে কথা বলেন। এই ভাষণে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হন তিনি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের সাবেক এই অভিনেতা বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদনও জানান। 

মঙ্গলবার (১৭ মে) দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের এই ঘটনার সাক্ষী হয়েছে অনেকে। 

বক্তব্যের সময় ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’র মতো ছবির উদাহরণ টেনেছেন তিনি। চার্লি চ্যাপলিনের ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যঙ্গের উল্লেখ করে বিশ্বের অনেক উচ্চ-প্রোফাইল তারকা এবং চলচ্চিত্র নির্মাতাদের সামনে বর্তমান বাস্তবতা তুলে ধরেন জেলেনস্কি।

তিনি বলেন, “মানুষের ঘৃণা কেটে যাবে, এবং স্বৈরশাসকদের মৃত্যু হবে, এবং তারা যে ক্ষমতা জনগণের কাছ থেকে নিয়েছিল তা জনগণের কাছে ফিরে আসবে। যতদিন মানুষ মারা যাবে, স্বাধীনতা কখনই বিনষ্ট হবে না।" 

সূত্রঃ নিউ ইয়র্ক  টাইমস
আরএমএ