ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

অস্থিরতা কমেছে ডলারের খোলাবাজারে (ভিডিও)

আতিক রহমান পূর্ণিয়া

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৮ মে ২০২২ বুধবার

সংকট থাকলেও অস্থিরতা কমেছে ডলারের খোলাবাজারে। ডলারের মূল্যমান নেমে এসেছে ১শ’ টাকার নিচে। 

এদিকে, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।

আকস্মিক খোলাবাজারে ডলারের দাম বাড়তে শুরু করেছিলো গত কয়েকদিনে। মঙ্গলবার এক লাফে বেড়ে ১০২ টাকায় বিক্রি হয়েছে এক ডলার। যদিও পরদিনই কিছুটা কমতে থাকে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া মূল্য থেকে চড়া দামে ডলারের বিপরীতে এলসি করতে হচ্ছে বেসরকারি ব্যাংকগুলোকে।

এতে করে আমদানি করা বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। বেসরকারি ব্যাংকগুলো এই চাপ সামলাতে হিমশিম খেলেও কেন্দ্রিয় ব্যাংক বলছে অবস্থা তত জটিল নয়।

ডলার যেন সংকট না হয় সেজন্য নিত্য প্রয়োজনীয় এবং জরুরি পণ্য ছাড়া বিলাসি প্রসাধনীসহ নানান পণ্য আমদানি নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। ডলারের উপর চাপ কমাতে সরকারি কর্মচারি ও ব্যাংকারদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করা হয়েছে। 

তবে এসব পদক্ষেপ যেন অহেতুক আতংক তৈরি না করে সেদিকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

খোলাবাজারে ডলারের দাম বাড়ার সুফল সুবিধাভোগীদের যেন পকেটে না যায় তাও নজরদারি দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এসি