ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

বাইডেনসহ ৯ শতাধিক মার্কিন নাগরিককে মস্কোর নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১ পিএম, ২১ মে ২০২২ শনিবার

প্রেসিডেন্ট জো বাইডেন ও অ্যান্টনি ব্লিঙ্কেন

প্রেসিডেন্ট জো বাইডেন ও অ্যান্টনি ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯ শতাধিক আমেরিকান নাগরিকের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে মস্কো, যাদেরকে রাশিয়ায় প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মস্কোর নিষেদ্ধাজ্ঞার এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং কংগ্রেসের কয়েকশ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসাবেই এই নিষেধাজ্ঞা দেয়া হলো। যা গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পরপরই রাশিয়ার ওপর নানান নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।

একইসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যে, ‘রাশিয়া সংঘাত চায় না। তবে সৎ ও পারস্পরিক সম্মানজনক সংলাপের জন্য সর্বদাই মস্কোর দ্বার উন্মুক্ত’। সূত্র- বিবিসি।

এনএস//