ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটে বিসিবি’র দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ২৩ মে ২০২২ সোমবার

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের জন্য পৃথক পৃথক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাট মিলিয়ে ৪৮ সদস্যকে রাখা হয়েছে দলে। এরমধ্যে টেস্ট দলে ১৬ জন, ওয়ানডে দলে ১৭ জন ও টি-টোয়েন্টি দলে ১৫ জন।

টেস্ট দলে রাখা হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইনজুরি থেকে সুস্থ হওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও।

তিন ফরম্যাটের দলেই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে একটি ফরম্যাটে না থাকার কথা বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছিলেন সাকিব। আসন্ন সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে আগ্রহী হলেও, ওয়ানডে খেলতে চান না তিনি। শ্রীলংকা সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব এবং পরবর্তীতে সেখান থেকে দলের সাথে যোগ দিবেন তিনি।

গেল মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের সুবাদে ২০১৯ সালের জুলাইয়ের পর আবারও জাতীয় দলে বিজয়। ডিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রান করেন তিনি। ১৫ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে বিজয়ের ১১৩৮ রান। 

২০১২ সালে অভিষেকের পর দেশের হয়ে ৩৮ ওয়ানডেতে ৩টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১০৫২ রান করেছেন বিজয়। ১৩ টি-টোয়েন্টিতে ৩৫৫ রান করেন তিনি।

টেস্ট দলে রাখা হয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। আঙুলের ইনজুরির কারণে চলমান শ্রীলংকা সিরিজে খেলতে পারেননি মিরাজ। ইনজুরির কারণে শ্রীলংকা সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ক্যারিবীয়ান সফরের ওয়ানডে দলে আছেন তিনি।

পবিত্র হজের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগামী ৫ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ। ১৬ জুন থেকে প্রথম টেস্ট এবং ২৪ জুন থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ২, ৩ এবং ৭ জুলাই হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। আর ১০, ১৩ এবং ১৬ জুলাই হবে সিরিজের তিনটি ওয়ানডে।

টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট দল

মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

টি-টোয়েন্টি দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মাহেদি হাসান, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম।

এএইচ