ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

নজরুল জন্মবার্ষিকীতে ‘কালো হরিণ চোখ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭ এএম, ২৫ মে ২০২২ বুধবার | আপডেট: ০৯:১৫ এএম, ২৫ মে ২০২২ বুধবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী বুধবার (২৫ মে)। দিনটি উপলক্ষে কবির ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে একটি বিশেষ নাটক। নাম তার ‘কালো হরিণ চোখ’।  

নাটকটির পরিচালনা করেছেন সীমান্ত সজল এবং চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস।

এ নাটকে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ।  

নাটকটির গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে।  

অদ্ভুত এক মায়াজালে জড়িয়ে পড়েন তিনি। কাজরীও তার প্রতি দুর্বলতা এড়াতে পারেন না। কিন্তু নিজেকে কালো বলে খুব অসহায় মনে করেন কাজরী। নিজের অবস্থান আর জমিদার বাড়ির ছেলের অবস্থানের দূরত্বের কথা ভেবে রুদ্রকে তার কাছ থেকে দূরে থাকতে বলেন। কিন্তু রুদ্র সেটা মানতে চান না!

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
 
দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বুধবার (২৫ মে) রাত সাড়ে ১০টায়।
আরএমএ/ এসএ/