ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৫ মে ২০২২ বুধবার

গাজীপুরের কোনাবাড়িতে এনটিকেসি নামের একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। 

বুধবার (২৫ মে) সকালের দিকে শ্রমিকরা কারখানার সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও লাঠিচার্জ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

এরপর ্কারখানার ভেতরে গিয়ে বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে পুলিশ বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যান।

কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরএমএ/এএইচ