ব্যানার ফেস্টুন তোরণে ঝুঁকিপূর্ণ সড়ক (ভিডিও)
অখিল পোদ্দার
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার | আপডেট: ১২:৫৫ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার

রাস্তাজুড়ে ঝুঁকিপূর্ণ তোরণ। বাঁশ পুঁতে বানানো হয়েছে অসংখ্য নেতাকর্মীর ব্যানার ফেস্টুন। ঝড়ে পড়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
বছরজুড়েই নেতাকর্মীদের নানান অনুষ্ঠান লেগেই আছে। ভোট চাওয়া, শুভেচ্ছা জানানো কিংবা অন্যের হয়ে অভিনন্দন জানাতে তারা ব্যবহার করছেন জনগণের রাস্তা।
গুরুত্বপূর্ণ রাস্তাগুলো খুঁড়ে নিজেদের প্রচারে নেতারা বানিয়েছেন তোরণ। কোথাও আবার ছোট বড় ব্যানার ফেস্টুন রাস্তাজুড়ে শোভা পাচ্ছে।
চলতি পথের এক রিক্সাচালক বলেন, "এই এলাকায় মারা গেছে এক রিক্সাচালক, বাঁশ পড়ে তার মাথা দিয়ে এতো রক্ত পড়ছে, মেডিকেলে নিতে নিতে মারা গেছে।"
আরেক পথচারী বলেন, "বাঁশের কারণে চালকরা বিভ্রান্ত হয়ে রাস্তায় এক্সিডেন্ট করছে।"
এগুলো অকারণ বাজে খরচ বলেও মনে করছেন পথচারীরা।
ঝুঁকিপূর্ণ এসব বাঁশের গেট অল্প বাতাসেই ভেঙে পড়ছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এরিমধ্যে মারাও গেছে বেশ ক’জন। তারপরও তোরণ অপসারণের লক্ষণ নেই নেতাদের।
বাঁশ পুঁতে রাস্তা ভাগ করে ফেলায় সবচে বেশি সমস্যায় আছেন গাড়ি চালকেরা। নিয়মিত চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকা। জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ পথচলতি মানুষ।
এসবি/