ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বরিশালের গৌরনদীতে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার

বরিশালের গৌরনদীতে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। উপেজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে শুক্রবার (২৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার প‌রিদর্শক মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ত্রিশোর্ধ্ব রাজিব চাপরাশী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের জলিল চাপরাশীর ছেলে। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সম্প্রতি।

স্থানীয়দের বরাতে প‌রিদর্শক জানান, রাজিব বাড়ির পাশে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ির দিকে রওনা হলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বাড়ির কাছাকাছি পৌঁছালে আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরকে//