ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৯ মে ২০২২ রবিবার | আপডেট: ১১:৪৭ এএম, ২৯ মে ২০২২ রবিবার

সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার সকাল থেকেই আইনজীবী ও সংশ্লিষ্টদের সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড দেখা হচ্ছে। আর বিচার প্রার্থী কেউ প্রবেশ করতে গেলে তার মামলা সংক্রান্ত প্রাথমিক তথ্য জেনে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এদিকে সকাল থেকেই সুপ্রিম কোর্টে প্রবেশের প্রত্যেকটা গেটেই পুলিশের বাড়তি উপস্থিত দেখা গেছে।

গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট মোড় ও দোয়েল চত্বরসহ আশপাশের ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে দু-পক্ষই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। এ ঘটনায় আহত হন কয়েকজন। এর পরেই বাড়ানো হল নিরাপত্তা। 

এসবি/