ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

ফিলিপাইনে নৌকা-জাহাজের সংঘর্ষে নিখোঁজ ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৯ মে ২০২২ রবিবার

শনিবার (২৮ মে) ফিলিপাইনে মাছধরার নৌকা ও মালবাহী জাহাজের সংঘর্ষে সাত জেলে নিখোঁজ হয়েছে। 

রোববার (২৯ মে) উদ্ধারকারীরা তাদের সন্ধানে সাগরে তল্লাশি চালায়।

নৌকার ২০ ক্রুর  মধ্যে ১৩ জনকে অন্য নৌকার সাহায্যে পানি থেকে তুলে জাহাজে নেয়া হয়। নিখোঁজ বাকী সাতজনকে উদ্ধারে এখন তল্লাশি চলছে।

ফিলিপাইনের উপকূলরক্ষীদের মুখপাত্র কমোডোর আরমান্দো বালিলো জানায়, শনিবার পালোয়ান দ্বীপের পূর্বে মাছধরা নৌকা ও এমভি হ্যাপী হিরো জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মাছধরা নৌকাটি উল্টে সুলু সাগরে ডুবে যায়।

সাত হাজারেরও বেশি দ্বীপের দেশ ফিলিপাইনে সামুদ্রিক নিরাপত্তা রেকর্ড খুব  নিম্নমানের। এর আগেও গত সোমবার একটি ফেরিতে আগুন লেগে সাত জনের প্রাণহানি ঘটে এবং সেখান থেকে ১২৭ জনকে উদ্ধার করা  হয়।

সূত্রঃ বাসস
আরএমএ/এমএম/