ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

নতুন সিনেমায় আসাদুজ্জামান নূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৯ মে ২০২২ রবিবার

আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর

সরকারি অনুদানে নির্মিত ‘চাঁদের অমাবস্যা’ নামে নতুন একটি সিনেমায় কাজ করেছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর। সিনেমাটি নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’ খ্যাত পরিচালক জাহিদুর রহিম অঞ্জন। স্ক্রিপ্টও লিখেছেন পরিচালক নিজেই।

‘চাঁদের অমাবস্যা’ সিনেমাটি নির্মিত হচ্ছে সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে চলচ্চিত্রটির।

আসাদুজ্জামান নূর ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। আছেন আরও ক’জন শিশুশিল্পী ও স্কুলের শিক্ষকও।

জানা গেছে, ছবিটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ডাবিং ও সাউন্ডের কাজ চলছে।

এনএস//