ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

নোয়াখালীতে লাইসেন্সবিহীন ২২টি ক্লিনিক বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৩০ মে ২০২২ সোমবার

নোয়াখালীর শহরসহ বিভিন্ন উপজেলায় অবৈধ, লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে প্রশাসন। গত দুইদিনে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মিলিয়ে মোট ২২টি প্রতিষ্ঠানে সিলগালা করা হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। 

সোমবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, সরকারি নির্দেশনা পেয়ে গত শনিবার ও রোববার সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদী, সোনাপুর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, সেনবাগসহ বিভিন্ন উপজেলায় অবৈধ হাসপাতাল ও ক্লিনিক বন্ধে অভিযান চালানো হয়। দুইদিনে বেগমগঞ্জে ৮, সেনবাগে ৪, সদরে ৩, চাটখিলে ১, সোনাইমুড়ীতে ৪ ও কবিরহাটে ২টিসহ মোট ২২টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। একই সময় এসব প্রতিষ্ঠানকে আর্থিক অর্থদণ্ড করা হয়েছে। সোমবার বিরতি দিয়ে মঙ্গলবার থেকে আবারও অভিযান করছে স্বাস্থ্য ও জেলা প্রশাসন।
 
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, অভিযান অব্যাহত থাকবে। নিবন্ধন নেই, নিবন্ধন থাকলেও হালনাগাদ নেই এবং নিয়ম অনুযায়ী চিকিৎসক, সেবিকা ও টেকনোলজিস্টসহ লোকবল যেসব প্রতিষ্ঠানে নেই অভিযানকালিন সময় এগুলো বন্ধ করে দেওয়া হবে।
কেআই//