ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ-যুবদলের কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০ পিএম, ৩০ মে ২০২২ সোমবার

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে দানার হাট ঈদগাঁ মাঠে একই স্থান ও সময়ে ছাত্রলীগ-যুবদলের কর্মসূচি ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

এ তথ্য নিশ্চিৎ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জোহা বলেন, ওই স্থানে সোমবার একই সময়ে ও স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দ্বি-বার্ষিক সম্মেলন ও বাংলাদেশ ছাত্রলীগ ১৯নং বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি  ঘোষণা করে।

এ ঘোষণার প্রেক্ষিতে সেখানে তাদের মধ্যে বিরোধ-উত্তেজনা সর্বোচ্চ মাত্রায় উপনীত হয়। দুই পক্ষের মধ্যে সাংঘর্ষিক অবস্থানের কারণে পরিস্থিতি চরম অবনতিসহ সাধারণ মানুষের প্রাণনাশের সমূহ সম্ভাবনা বিদ্যমান হয় ও চরম বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়াসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সদর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
কেআই//