ঢাকা, বুধবার   ২৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩১

ঝড়ে বিপর্যস্ত দিল্লি, ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪ এএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

নয়াদিল্লির একাধিক এলাকায় ১০০ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। সোমবার (৩০ মে) রাতে এ ঝড়ে বিপর্যস্ত নগরী। প্রায় একশ’ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ঝড়ে প্রাণ গিয়েছে দু’জনের।

হঠাৎ করেই সোমবার সন্ধ্যার পরে ঘূর্ণি হাওয়া শুরু হয়। নয়াদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে একের পর এক গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জান যায়, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি কৈলাস নামে এক ব্যক্তির। দিল্লির অঙ্গুরি বাগে গাছ চাপা পড়ে মৃত্যু হয় বসির বাবা নামে আরও এক ব্যক্তির।

দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝোড়ো হাওয়া। প্রায় ১৮০টি বড় বড় গাছ উপড়ে গিয়েছে। একাধিক বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দু’ঘণ্টার মধ্যে মিনিট পনেরো যে তীব্র ঝড় হয়, তাতেই বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়।

এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী। 
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএমএ/