ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বাসস ইউনিটের নির্বাচনে তারেক-তানভীর বিজয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:১৬ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সাংবাদিকরা জাতীয় বার্তা সংস্থার প্রধান প্রতিবেদক তারেক আল নাসেরকে ডিইউজে’র ইউনিট চীফ এবং ন্যাশনাল ডেস্কের দায়িত্বে থাকা তানভীর আলাদিনকে ডেপুটি ইউনিট চীফ হিসেবে নির্বাচিত করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র তত্ত্বাবধানে সোমবার (৩০ মে) ভবনের বোর্ড রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু নির্বাচন পরিচালনা করেন এবং ভোট গ্রহণ শেষে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করেন।
ডিইউজের সহ-সভাপতি এমএ কুদ্দুস এবং যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল আলম কমিশনের সদস্য হিসেবে নির্বাচন পরিচালনায় সহায়তা করেন।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ ডিইউজের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

তারেক ও তানভীর যথাক্রমে মুজিবুর রহমান জিতু ও সেলিনা শিউলীকে পরাজিত করে দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন ভোটের ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত ইউনিট চীফ ও ডেপুটি ইউনিট চীফকে অভিনন্দন জানান।

এসি