ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

ফাইনালে গাউফকে দাঁড়াতেই দেননি শিয়াওতেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১ এএম, ৫ জুন ২০২২ রবিবার | আপডেট: ১০:৩৩ এএম, ৫ জুন ২০২২ রবিবার

ফরাসি ওপেনে যুক্তরাষ্ট্রের কোকো গাউফকে হারিয়ে শিরোপ জিতলেন পোল্যান্ডের ইগা শিয়াওতেক।

রোঁলা গাঁরোয় নারী এককের ফাইনালে গাউফকে দাঁড়াতেই দেননি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়ার। ৬-১, ৬-৩ গেমে জিতে ট্রাফি উঁচিয়ে ধরেন শিয়াওতেক। 

ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। প্রথমটিও এই ফরাসি ওপেনেই, জিতেছিলেন ২০২০ সালে। 

এ জয়ের মধ্য দিয়ে টানা ৩৫ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন শিয়াওতেক। স্পর্শ করলেন ২০০০ সালে ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা অপরাজেয় রেকর্ড।

এএইচ