ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

নাটোরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৩ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার | আপডেট: ০১:০৪ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার

নাটোরের লালপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালক আপন মিয়া ও হেলপার মোয়াজ্জেম নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) সকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সোমবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিলান ক্লিকের মোড় এলাকায় টাঙ্গাইলগামী একটি পিকআপের সঙ্গে বরিশালগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন। 

পরে ফায়ার সার্ভিস কর্মীরা চালক আপন মিয়াকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে, হেলপার মোয়াজ্জেমকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠালে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

চালক আপন মিয়া টাঙ্গাইল জেলার সদর থানার বিলগারিন্দা গ্রামের রমজান আলীর ছেলে। আর হেলপার মোয়াজ্জেম বাসাইল থানার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের হাজী মঞ্জুর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমএ/এএইচ