বৃক্ষরোপণে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনকে জাতীয় পুরস্কার প্রদান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৭ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার

জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় বৃক্ষরোপণে প্রথম স্থান অধিকার করায় জাতীয় পুরস্কারে ভুষিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২২” জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২১’র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ জুন) সকালে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বৃক্ষরোপণে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিযোগীতায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় জাতীয় পুরস্কার গ্রহণ করেন কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাবুদ্দিন আহম্মেদ এমপি, উপ-মন্ত্রী হাবিবুন্নাহার এমপি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমদ। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণে প্রথম স্থান অধিকার করায় ওই প্রতিষ্ঠানকে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার হিসেবে সনদপত্র, সম্মাননা স্মারক ও ৩০ হাজার টাকা (চেক) প্রদান করা হয়।
প্রসঙ্গত, কলারোয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিশন ‘জাতীয় বৃক্ষরোপণ ও বিশ্ব পরিবেশ রক্ষার অবদানের স্বীকৃতি স্বরপ সাফল্য অর্জন করায় কলারোয়াবাসি প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেন।
কেআই//