ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ের অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান উচ্ছেদ করেছে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ। 

বৃহস্পতিবার সকালে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে অর্ধশতাধিক অবৈধ দখলদার দোকানপাঠ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন, এসআই মোঃ আলমগীর, এএসআই সালামসহ সঙ্গীয় ফোর্স।

খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে। এছাড়াও সামনে ঈদ আসছে তাই যাত্রীদের যানজট ভোগান্তি কমাতে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান চলছে।

এএইচ