ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

তালিকা থেকে বাদ পড়া ২০৪ জন মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০২:০২ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার

লালমনিরহাট সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সকল কার্যক্রম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তালিকা থেকে বাদ পড়া ২০৪ জন মুক্তিযোদ্ধা।
শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে একটি কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সেসময় যাচাইবাছাই কমিটির প্রধান জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুকের সহযোগী বলে উল্লেখ করেন তারা। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধারা।