ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

জুডিশিয়াল সার্ভিসকে ডিজিটাল করা হবে: পলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

সময় ও খরচ বাঁচাতে জুডিশিয়াল সার্ভিসকে ডিজিটালে রূপান্তর করতে ২ হাজার ২২৪ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

শনিবার রাজধানীতে বিচারিক কার্যক্রমের ডিজিটাইলেশনে ‘আমার আদালত’ মোবাইল অ্যাপ উদ্বোধন শেষে একথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। 

জুনাইদ আহমেদ পলক বলেন, বিচার বিভাগে তথ্যের নিরাপত্তা নিশ্চিতে ডেটা প্রটেকশনের কাজ চলছে। করোনায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কোর্টের ধারণা নিয়েই জুডিশিয়াল সার্ভিসের এই যাত্রা। আর এই অ্যাপের মাধ্যমে বিচার প্রত্যাশীরা নির্দিষ্ট কার্যদিবসে মামলার সবশেষ তথ্য পাবেন। 

তিনি আরও বলেন, আসামিরা যাতে জেল থেকে শুনানিতে অংশ নিতে পারেন এজন্য ৯টি কেন্দ্রীয় কারাগারসহ ৬৪টি জেলা কারাগারে ক্যামেরা ট্রায়াল রুম করা হবে।  বিচারিক তথ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করতে জেআরপি’র অধীনে সুপ্রিম কোর্টে একটি ফোর টায়ার ডেটাসেন্টার স্থাপন করা হবে।

পলক বলেন, গত ১৩ বছর ধরে আইসিটি উপদেষ্টা আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ভেরিফায়েবল আইডি, ট্রাঞ্জেকশন প্লাটফর্ম ও ইন্টার অপারেবল প্লাটফর্ম তৈরি করা সম্ভব হয়েছে। এর ফলে করোনাকালে এগুলোকে কাজে লাগিয়েই আমরা অনলাইনে-অফলনাইনের সকল কাজ সচল রাখতে পেরেছি।

এএইচ