ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

হজ পালনে গিয়ে বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার

জাহাঙ্গীর কবির

জাহাঙ্গীর কবির

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে জাহাঙ্গীর কবির (৫৯) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) সৌদি আরবে তার মৃত্যু হয় বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে।

তবে, তার মৃত্যুর কারণ জানা যায়নি। জাহাঙ্গীর কবিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’। 

এদিকে, রোববার (১২ জুন) পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ শুরু হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। 

গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ ফ্লাইট যাবে ৩ জুলাই। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, শেষ হবে ৪ আগস্ট।

এনএস//