ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

সেভেরেদোনেটস্কে মানবিক করিডোর খোলার পরিকল্পনা রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

রাশিয়া সেভেরেদোনেটস্কের রাসায়নিক কারখানা থেকে লোকজনকে সরিয়ে নিতে মানবিক করিডর স্থাপনের পরিকল্পনা করেছে। বুধবার থেকে তারা এ উদ্যোগ নেয়।

এদিকে শহরটি নিয়ন্ত্রণে রাখতে ইউক্রেনীয় বাহিনী মরিয়া হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

অপরদিকে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের এ শিল্পশহরটি দখলে নিতে রুশ বাহিনী সেখানে ব্যাপক বোমাবর্ষণ করে চলেছে। এছাড়া তারা ইউক্রেনীয় বাহিনীকে কোনঠাসা করতে শহরের তিনটি ব্রিজ ধ্বংস করে দিয়েছে। 

এ অবস্থায় ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ মিত্রদের প্রতি ইউক্রেনে আরো ভারি অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। এছাড়া বুধবার তারা বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন বলেও তিনি জানান। 

নগর প্রশাসনের প্রধান জানান, সেভেরেদোনেটস্কের আজত রাসায়নিক কারাখানায় প্রায় পাঁচশ’ বেসামরিক লোক আশ্রয় নিয়েছে। 

এ কারণে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মানবিক করিডর স্থাপন করে এসব লোককে বের করার ঘোষণা দেয়া হয়েছে। মানবিকতার সকল নীতি মেনেই তা করা হবে বলে মন্ত্রণালয় উল্লেখ করে। তবে এ ঘোষণার প্রতিক্রিয়ায় কিয়েভের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

উল্লেখ্য, সেভেরেদোনেটস্ক দখলে নেয়া রুশ বাহিনীর অন্যতম মূল লক্ষ্য। কারণ এটি দখলে নিতে পারলে স্লোভিয়ানস্ক এবং অপর বড় শহর ক্রামর্তোস্ক ঢোকা তাদের জন্য সহজ হয়ে যাবে।

এসি