ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

৪১৭ হজ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়লো প্রথম ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। করোনার কারণে দুই বছর পর হজযাত্রীদের বিদায় জানাতে আসা স্বজনদের আনাগোনায় মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

বুধবার (১৫ জুন) বেলা ১টা ৪১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২১১ ফ্লাইট চট্টগ্রাম ছাড়ে। এসময় বিমানবন্দর এলাকা মুখরিত ছিল হাজীদের বিদায় জানাতে আসা স্বজনদের পদচারণায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গণসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, এবছর চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি এবং চট্টগ্রাম-মদিনা রুটে ২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। 

বৃহস্পতিবার আরেকটি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা যাবে।

স্বজনদের পাশাপাশি হজযাত্রীদের বিদায় জানান বিমানের মহাব্যবস্থাপক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ও আটাব নেতৃবৃন্দ।

স্টেশন ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি ছেড়ে গেছে। সিডিউল অনুযায়ি সৌদি সময় বিকাল ৫টার দিকে মদিনা বিমান বন্দরে অবতরণ করবে।

উল্লেখ্য, এবার চট্টগ্রাম থেকে ৫ হাজার ২শ’ হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। 

এএইচ