ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, কিশোর আহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময়ে গুরুত্বর আহত হয়েছে এক কিশোর। 

শনিবার (১৮ জুন) দুপুর ১টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাছবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহত কিশোর হচ্ছে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মো. মেশকাতের ছেলে মো. আল মিনহাজ (১১)। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, শনিবার দুপুর ১টার দিকে বারইয়ারহাট পৌরসভার মাছ বাজার এলাকায় অজ্ঞাত এক যুবক রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় দুই লাইনে চট্টগ্রামগামী সোনার বাংলা এবং ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস একসঙ্গে অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। এই ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এএইচ