ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে হামলার শিকার সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৯ জুন ২০২২ রবিবার | আপডেট: ১১:৫৯ এএম, ১৯ জুন ২০২২ রবিবার

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অতর্কিত হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামান হেলাল। 

শনিবার (১৮ জুন) দুপর আড়াইটার দিকে ৪-৫জন তার ওপর অতর্কিত এ হামলা চালায়।

হামলায় তার ঠোঁট কেটে যাওয়ায় দশটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও বুক, মাথা, হাঁটু ও পিঠে আঘাত করেছে হামলাকারীরা।

ঘটনার বিবরণে সিরাজুজ্জামান বলেন, ‘‘তেজগাঁও সাতরাস্তা হয়ে মোটরসাইকেলে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অজ্ঞাত ৪-৫ জন আমার মোটরসাইকেলের গতিরোধ করেন। তারা আমাকে বলে, ‘তুই সাংবাদিক, লাইভ করোস?’ আমি হ্যাঁ বলার পর অতর্কিতভাবে তারা আমাকে ট্রাকের পাশে নিয়ে মারধর করেন এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।’’

এ ঘটনায় তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সিরাজুজ্জামান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদ গণমাধ্যমে বলেন, ‘‘ভুক্তভোগী সাংবাদিক থানায় নিজে এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

দীর্ঘদিন ধরে সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন ও আইসিটিসহ বিভিন্ন বিটে কর্মরত সিরাজুজ্জামান। বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার ফোরামের কোষাধ্যক্ষ তিনি। এছাড়া বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনী কমিটির সদস্য এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির যুগ্ম-সাধারণ সম্পাদক।

এমএম/