ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

ডুবে গেল হংকংয়ের ভাসমান রেস্তোরাঁ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:০০ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার

হংকংয়ের বিখ্যাত ভাসমান ‘জাম্বো’ রেস্তোরাঁটি ডুবে গেছে। প্রায় ৫০ বছর ধরে ৩০ লাখের বেশি মানুষের স্বাদের খোরাক জোগানো এই ঐতিহাসিক রেস্তোরাঁটি গত রোববার (১৯ জুন) দক্ষিণ চীন সাগরে ডুবে যায়। কর্তৃপক্ষ বলছে, নতুন একটি স্থানে এটি স্থানান্তর করার সময় সাগরে দুর্ঘটনার কবলে পড়ে রেস্তোরাঁটিকে বহনকারী জাহাজ। 

মূল কোম্পানি অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ চীন সাগরে রেস্তোরাঁটি ডুবে যায়। এ ঘটনায় তারা খুবই মর্মাহত বলে জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি।

বন্ড সিরিজের একটি মুভিসহ কয়েকটি সিনেমায়ও রেস্তোরাঁটি দেখানো হয়। কিন্তু মহামারির কারণে ডিনার পরিষেবা বন্ধ হয়ে গেলে ব্যবসায় বড় ধাক্কা খায় রেস্তোরাঁটি।

অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, বৈরী পরিস্থিতিতে পড়ে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে গত রোববার রেস্তোরাঁটি ডুবে যায়।

কোম্পানি আরও জানায়, যেই স্থানে রেস্তোরাঁটি দুর্ঘটনার কবলে পড়ে, সেখানে পানির গভীরতা ছিল এক হাজার মিটারের বেশি। ফলে উদ্ধারকাজ চালানো ছিল খুবই কঠিন।

এসবি/