ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

গরু-মহিষ নিয়ে জামাই-শ্বশুরের বিরোধ মিটল উচ্চ আদালতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার

শ্বশুরের জিম্মায় রাখা গরু-মহিষ ফিরে পেতে জামাইয়ের বিরোধ গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে তাদের বিরোধ নিষ্পত্তি করে দিল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস।

জানা যায়, লক্ষ্মীপুরের রামগতির সৌদি প্রবাসী আব্দুল ওদুদ মধ্য প্রাচ্যের দেশটিতে যাওয়ার আগে ৫টি গরু ও ৮টি মহিষ তার শ্বশুরের জিম্মায় রেখে যান। ১১ বছর পর ২০১৮ সালে সৌদি থেকে দেশে ফিরে এসে দেখেন মহিষ বেড়ে ৮টি থেকে ২০টি এবং গরু বেড়ে ৫টি থেকে ৭টি হয়েছে। পরবর্তীতে ৩টি মহিষ মারা গেলে মহিষের সংখ্যা দাঁড়ায় ১৭টিতে। একপর্যায়ে এসব গরু-মহিষ শ্বশুরের কাছে ফেরত চান জামাই আব্দুল ওদুদ। কিন্তু শ্বশুর এসব ফেরত দিতে অস্বীকার করলে দেখা দেয় জামাই-শশুরের বিরোধ।

এ নিয়ে কয়েক দফা সালিশ হয় গ্রামে, কিন্তু তাতে হয়নি কোনো সমাধান। একপর্যায়ে জামাই আব্দুল ওদুদ লক্ষ্মীপুরের এডিএম কোর্টে অভিযোগ করেন শ্বশুর নূর মোহাম্মদের বিরুদ্ধে। এডিএম কোর্ট পুলিশকে জামাই-শ্বশুরের বিরোধের বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে গরু-মহিষ জামাইয়ের বলে সত্যতা পেলে আদালত জামাইকে তা বুঝিয়ে দিতে নির্দেশ দেন। 

তবে এডিএম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে লক্ষ্মীপুর দায়রা আদালতে যান শ্বশুর নূর মোহাম্মদ। পরবর্তীতে দায়রা আদালত স্থানীয় একজন কলেজ অধ্যক্ষের মাধ্যমে এ বিষয়ে আরেকবার তদন্তের নির্দেশ দেন। সে তদন্তেও গুরু-মহিষ জামাইয়ের বলে সত্যতা মেলে। ফলে এডিএম কোর্টের আদেশই বহাল রাখেন দায়রা আদালত।

তবুও এখানেই থেমে থাকেননি শশুর নূর মোহাম্মদ। দায়রা জজ আদালতের আদেশের বিরুদ্ধে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে আসেন তিনি। একপর্যায়ে হাইকোর্ট বিরোধের বিষয়টি দেখে আদালতের বাইরে নিষ্পত্তির পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে যেতে বলেন। 

সেই অনুযায়ী গরু-মহিষ নিয়ে জামাই শ্বশুরের বিরোধের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। যেখানে দুই পক্ষের আইনজীবীদের পাশাপাশি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন ও সমন্বয়কারী রিপন পৌল স্কু উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে বিরোধীয় ১৭টি মহিষের মধ্যে বড় ৫টি ও ছোট ৪টি মহিষ জামাই আব্দুল ওদুদ আর বড় ৬টি ও ছোট ২টি মহিষ নূর মোহাম্মদ নিতে সম্মত হন। আর গরু নিয়ে এরই মধ্যে মিটমাট হয়ে গেছে বলে জানা যায়। সবশেষে জামাই-শ্বশুর উভয়ই লিগ্যাল এইড অফিসে হওয়া সিদ্ধান্ত মেনে হাসি-খুশি হয়ে বাড়ি ফেরেন।

এনএস//