ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

প্রথম দিনেই পদ্মা সেতুতে নিয়ম ভাঙার ‘প্রতিযোগিতা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার

পদ্মা সেতুতে প্রথম দিনেই নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নেমেছে সাধারণ মানুষ। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় থামানো যাবে না গাড়ি, সেতুতে তোলা যাবে না ছবি, করা যাবে না হাঁটাহাঁটি।

কিন্তু উদ্বোধনের পরপরই সে নির্দেশনাগুলো কাগুজে বিষয়ে পরিণত হয়েছে।

ঘোষণা অনুযায়ী রোববার ভোরে সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর দেখা যায়, যে যার মতো করে সেতুতে হাঁটাহাঁটি করছেন; তুলছেন ছবি। কেউ আবার এক ধাপ এগিয়ে সেতুর রেলিংয়ে বসে দিচ্ছেন পোজ।

এ যেন নিয়ম ভাঙার প্রতিযোগিতা। এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হাইওয়ে ও সেতুর টহল দলের চেষ্টাও যাচ্ছে বৃথা।

সাধারণদের নিয়ম ভাঙার এ খেলা বন্ধ করতে সাইরেন বাজিয়ে সেতুর উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ছুটে বেড়াচ্ছে টহল গাড়ি। থেমে থাকা গাড়ি বা মানুষকে দাঁড়াতে দেখলেই ছুটে যাচ্ছেন পেট্রলম্যান। কখনো অনুরোধ করে, আবার কখনো গলা চড়িয়ে সরিয়ে দিচ্ছেন নিয়মকে থোড়াই কেয়ার করা লোকজনকে।

এমএম/