ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

৯ জনের চার জনই নিয়েছিলেন বুস্টার ডোজ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৭ জুন ২০২২ সোমবার

গত ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ৯ জন। এদের মধ্যে অর্ধেক ছিলেন ডায়বেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত। আর ৩৩ শতাংশ ছিলেন কিডনিজনিত ও হৃদরোগে আক্রান্ত।

গত এক সপ্তাহে মৃত ৯ ব্যক্তির মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ছিলেন ৪ জন। 

মারা যাওয়া ৯ জনের মধ্যে টিকা গ্রহীতা ছিলেন ৭ জন এবং ২ জন টিকা নেননি। টিকা গ্রহীতাদের মধ্যে ৪ জনই বুস্টার ডোজ নিয়েছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর বলছে, টিকা নেওয়া ৭ জনের মধ্যে ২ ডোজ টিকা নিয়েছিলেন ৩ জন এবং বুস্টার ডোজ নিয়েছিলেন ৪ জন।

এসবি/