ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

পদ্মা সেতু নিয়ে মন্তব্য করে বিএনপি নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২০ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

পদ্মা সেতু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আবুল কালাম আজাদ (৪২) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

আটককৃত আবুল কালাম আজাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ সুপার জানান, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন একটি নিউজপোর্টালে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’ এ শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়। নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ওই পোর্টালের পেইজে শেয়ারের পর সেখানে ‘আই মুতি ছবি তুলুম’ লিখে নিজ আইডি থেকে একটি কমেন্ট করেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। 

পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, বিএনপি নেতা আবুল কালাম আজাদের কমেন্টের বিষয়টি আমাদের নজরে আসার পর সোমবার রাতে বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, আবুল কালাম আজাদকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

এএইচ/