ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

ব্যাংক এশিয়া ও সুইসকন্টাক্টের মধ্যে সমঝোতা স্মারক সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১ পিএম, ২৯ জুন ২০২২ বুধবার

ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে ব্যাংক এশিয়া ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক সই দেশের চামড়াজাত পণ্য, আসবাবপত্র তৈরি এবং হালকা প্রকৌশল খাতের ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) প্রয়োজনীয় অর্থায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে ব্যাংক এশিয়া ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 এ অংশীদারিত্বমূলক কার্যক্রমের আওতায়, ব্যাংক এশিয়া তার এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এমএসএমই খাতের উদ্যোক্তাদের ব্যবসায় উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষে আর্থিক স্বাক্ষরতা ও আর্থিক পরিষেবা প্রদান করবে। 

রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে ২৬ জুন অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, বাংলাদেশস্থ সুইজারল্যান্ড অ্যাম্বেসীর হেড অব কর্পোরেশন মি. সুজানে মুলার, বি-স্কিলফুল প্রোগ্রামের টিম লিডার ডায়না সোরেজেন এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের এর কান্ট্রি ডিরেক্টর মি. মুজিবুল সেজান হাসান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//