ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

সেনেগালে নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:১৩ এএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

দক্ষিণ সেনেগালে চলমান একটি নৌকায় আগুন লেগে অন্তত ১৪ অভিবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এই সময় সেই নৌকায় ১৪০ জন অভিবাসী ছিল বলে জানা যায়। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াত্তা বলেন, “ আমরা ১৪টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে মৃত্যের সংখ্যা বাড়তে পারে।” 

শহরের প্রধান নার্স বউরামা ফাবোর বলেছেন যে, ২১ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজন বেশি পুড়েছেন।

জানা যায়, সিগারেট খাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছিল। কারণ সিগারেট ধরানোর জন্য আগুন ধরালে পাশে থাকা জ্বালানিতে আগুন ধরে যায়। এময় নৌকাটি ১৪০ জন লোককে বহন করেছিল, যাদের মধ্যে প্রায় ৯০ জন বেঁচে গিয়েছিল এবং সনাক্ত করতে সক্ষম হয়েছে দেশটির প্রশাসন।

নৌকায় থাকা অভিবাসীরা মূলত গিনি, নাইজেরিয়ান, গাম্বিয়ান এবং সেনেগালিজ ছিল।
ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র; দ্য নিউ আরব