ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

নজর কাড়ছে ৩০ মণ ওজনের টাইগার বাবু (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার | আপডেট: ১২:৫২ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতাদের নজর কাড়ছে প্রায় ৩০ মণ ওজনের ফিজিয়ান জাতের টাইগার বাবু। উচ্চতায় সাড়ে ৫ ফুট এবং লম্বায় ১১ ফুট। এখন পর্যন্ত টাইগার বাবুর দাম উঠেছে ৭ লাখ টাকা। 

নিজে লালন-পালন করলেও টাইগার বাবুর মতিগতি সবসময় বুঝে উঠতে পারেন না অলি মিয়া। ক্ষেপে গেলে আদর দিয়ে শান্ত করতে হয় তাকে।

অলি মিয়ার বাড়ি নাসিরনগর উপজেলার মসলন্দপুর গ্রামে। সাত বছর আগে ফিজিয়ান জাতের দুটি গরু দিয়ে যাত্রা শুরু তার খামারের। বংশবৃদ্ধির মাধ্যমে এই সংখ্যা দাঁড়ায় ১৫তে। খৈল, ভুষি, খড়, ঘাসসহ প্রাকৃতিক খাবারেই মোটাতাজা করা হয় এদের।

খামারের কাজে অলি মিয়াকে সহযোগিতা করেন স্ত্রী হাবিবা। টাইগার বাবু বাদে এরই মধ্যে অন্য গরুগুলো বিক্রি হয়ে গেছে। এটি বিক্রি করে খামার সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান এই খামার মালিক।

খামার মালিক অলি মিয়া বলেন, “এটি বিক্রি করে আরও ভালো জাতের গরু পালার জন্য চিন্তা-ভাবনা করেছি।”

অলি মিয়ার বাড়িতে বিশাল টাইগার বাবুকে দেখতে আসেন অনেকে।

অলি মিয়ার স্ত্রী হাবিবা বলেন, “কষ্ট লাগছে, সন্তানের মতো লালন-পালন করেছি।”

দর্শনার্থীরা জানান, “এতো বড় গরু জানা মতে নাসিরনগরে আর নাই।”

প্রাণিসম্পদ বিভাগের উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের কারণেই এখন বিভিন্ন খামারে ২৫-৩০ মণ ওজনের পশু পাওয়া যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহজালাল বলেন, “তারা যদি অনলাইন মার্কেটে ধাবিত হয় এবং অনলাইন মার্কেটের প্রোসেসে যদি এগোয় তাহলে গরুগুলো নিয়ে খামারিদের চিন্তা করতে হবে না।”

জেলায় পশু মোটাতাজাকরণের খামার রয়েছে সাড়ে ১২ হাজার। আর কোরবানীর ঈদে পশুর চাহিদা ১ লাখ ৭০ হাজার।

এএইচ