ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

মেঘনা গ্রুপের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার | আপডেট: ১০:৫৭ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ১৪টি ইউনিট কাজ করে যাচ্ছে।

সোমবার (৪ জুলাই) সকাল ৯টায় উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনের একটি কার্টুন তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুন নিয়ন্ত্রণে আনতে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ছাড়াও ফায়ার সার্ভিসের সোনারগাঁ ও, গজারিয়া, ডেমরা, ঢাকা ও মণ্ডলপাড়াসহ ১৪টি ইউনিট কাজ করে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোন তথ্য এখনই বলা যাচ্ছে না।

এএইচ