ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

‘রবীন্দ্র-নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এম.পি বলেছেন, বিশ্বকবির নোবেল বিজয়ের পর বাংলা ও বাঙ্গালিকে বিশ্বসমাজ নতুন করে চিনতে শিখেছে। বাংলার সাহিত্য, শিল্প, সংগীত, নৃত্য ও নাটকে নতুন ধারার প্রচলন হয়, নজরুল তাঁর সাহসী লেখনিতে সেই ধারায় গতি এনে বাংলা ও বাঙ্গালির চেতনায় নব জাগরণ ঘটাতে সক্ষম হন। সেই ধারা আজো বহমান। রবীন্দ্র-নজরুল উভয়েই আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। 

গত ১ জুলাই দক্ষিণ ভুর্ষি সবুজ সংঘ আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আয়োজনের প্রধান আলোচক কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, আমাদের ঐতিহ্য লালন করে, প্রগতিমুখী জীবন ধারায় এগিয়ে যেতে হবে এবং এজন্য রবীন্দ্র-নজরুলের দ্বারস্থ হতে হবে, এঁদের কর্ম আমাদের সভ্য হতে শেখায়, মানবিক কর্মে উদ্ভুদ্ধ হতে শেখায়, সত্যের কাছে নতি স্বীকার হয়ে ভালোবাসা ও সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার পথ বাতলায়। বিশ্ব পরিবর্তনের ছোঁয়ায় আমাদের জীবনমান যেভাবেই বদলে যাকনা আমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে তাঁদের দেখানো পথে আমাদের আত্মশক্তিকে শাণিত করতে হবে। আমাদের মহান স্বাধীনতা ও বাঙ্গালি জাতীয়তাবাদকে রক্ষা করতে তাঁদেরকে স্মরণ ও চর্চা অব্যাহত
রাখতে হবে।

সবুজ সংঘের সভাপতি দেবাশীষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য দেবব্রত দাশ, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. এজাজ, শৈবাল বড়ুয়া, রনধীর চক্রবর্তী, রাজু দাশ হীরু, পল্লব চৌধুরী ছোটন প্রমুখ।

স্বাগত ভাষণ রাখেন রবীন্দ্র-নজরুল জয়ন্তি উদযাপন পরিষদের আহবায়ক ত্রিদিব কুমার দত্ত। আলোচনা সভার প্রারম্ভে মান্যবর প্রধান অতিথি মহোদয় সবুজ সংঘের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টি ভি শীল্পি সত্যজিৎ দাশ কাঞ্চন, শুভাগত চৌধুরী, অরুণ দত্ত, জাহেদ আলী চৌধুরী যুবরাজ, কিংশুক দাশ, সীমা পাল, সুবর্ণা দাশ, তপা গুহ, রুমকি সেনগুপ্ত ও পটিয়া নৃত্যাঞ্চলের শীল্পিরা অমিত চক্রবর্তীর পরিচালনায় নৃত্যনাট্য 'কবি প্রনাম' পরিবেশন করে। অনুষ্ঠানের উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন সবুজ সংঘ পরিচালিত দক্ষিণ ভুর্ষি স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পিবৃন্দ।
কেআই//